Posts

Showing posts from March, 2016

ইসলামপুর গ্রাম | সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন

Image
ইসলামপুর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অবস্থিত ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের একটি গ্রাম।  ইতিহাস প্রায় ১৮০০ সালের দিকে ইসলামপুর গ্রামটি প্রতিষ্ঠিত হয়। পূর্বে এটি “ব্রাম্মণগাও” নামে পরিচিত ছিল। বলা হয়ে থাকে ইসলামপুরে প্রথমে ব্রাম্মণ সম্প্রদায়ের বসবাস ছিল। এক সময় এই গ্রামে পাইলগাওর জমিদার বাবু ব্রজনাথ চৌধুরীর অনেক জায়গা জমি ছিল। ১৮০০ সালের দিকে মুসলমান এই গ্রামে বসতি স্থাপন করতে শুরু করেন। ধীরে ধীরে গ্রামটিতে মুসলিম লোকবসতিতে ভরে উঠে। তৎকালীন সময়ে অত্র গ্রামে কয়েকজন মুনশি বসবাস করতেন এবং তাদের প্রচেষ্টায় গ্রামের সাধারণ মানুষ ধর্ম-কর্মের দিকে অগ্রসর হতে থাকেন। ক্রমান্বয়ে মানুষ যখন ধর্মের দিকে অগ্রসর হতে থাকেন এমনি এক শুভক্ষণে মৌলভীবাজার মহকুমার ইটা সিংকাপন নিবাসী মাওলানা আব্দুল কাদির (ছানী) বাঙালী সহ ইটার মাওলানাগণ অত্র গ্রামে ঘন-ঘন যাতায়াত শুরু করেন এবং এই গ্রামের শতভাগ মানুষ মুসলিম হওয়ায়, উনারা মৌখিক ভাবে এই গ্রামের নাম ইসলামপুর বলে নাম করণ করেন। ১৮৪৪ শতকে মানুষের প্রয়োজনের তাগিদে সবার সম্মতি ক্রমে এই গ্রামের পশ্চিম-পাড়ায় একটি জামে মসজিদ স্থাপন করা হয়, যার নাম দে